Nahid Hossain

Nahid Hossain

Web Application & Software Developer

বৈচিত্রময় পাঁচফোড়ন

      রঙ্গব্যঙ্গ পাঁচফোড়ন

আইডিয়াবাজ প্রকাশিত এবারের একুশে বইমেলার ভিন্নধর্মী বইয়ের নাম ‘রঙ্গব্যঙ্গ পাঁচফোড়ন’। দেশের প্রখ্যাতদের পাশাপাশি কিছু নবীন ও প্রতিশ্র“তিশীল লেখকের সমাবেশ ঘটেছে বইটিতে। স্থান পেয়েছে ২২ টি রম্যছোটগল্প ও কয়েকটি রম্যছড়া। লেখকদের তালিকায় রয়েছেন হূমায়ুন আহমেদ, রকিব হাসান, সাযযাদ কাদির, আনিসুল হক, হাসান হাফিজ, আহসান হাবীব, সুমন্ত আসলাম, সিমু নাসের, মাহবুবুল আলম কবির, জগলুল হায়দার, ইশতিয়াক আহমেদ, ইকবাল খন্দকার, খাইরুল বাবুই প্রমুখ। বইটিতে মেলা উপলক্ষে লেখকদের নতুন রম্যগল্প প্রকাশ পেয়েছে। এ ধরনের বই সাধারনত প্রকাশ হয় না। কারণ এতগুলো প্রতিষ্ঠিত লেখকের লেখা সম্বলিত বই প্রকাশ সহজ নয়। ১১২ পৃষ্ঠার এ বইয়ের দাম রাখা হয়েছে ১৪০ টাকা।

 

‘রঙ্গব্যঙ্গ পাঁচফোড়ন’ সম্পাদনা করেছে আইডিয়াবাজ সম্পাদনা পরিষদ। উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন হাসান হাফিজ ও আহসান হাবীব। প্রচ্ছদ এঁকেছেন খলিল রহমান। অলঙ্করণ করেছেন কচি। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ সহজেই বইপ্রেমীদের আকর্ষন করবে। ‘রঙ্গব্যঙ্গ পাঁচফোড়ন’ পরিবেশনার দায়িত্ব পেয়েছে ঐতিহ্য [স্টল নং ৫৯-৬০-৬১]।

 

আগামী ২৪ ফেব্রুয়ারি একুশে বইমেলার নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করবেন রকিব হাসান, সাযযাদ কাদির, আনিসুল হক, হাসান হাফিজ প্রমুখ। বইয়ের সব লেখক সেখানে উপস্থিত থাকবেন।

 

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *